D

detail blogs

a

রক্ত দানের উপকারিতা,,,Benefits of blood donation.

             রক্ত 

রক্ত হলো ঈষৎ কালো তরল যোজক কলা।  রক্ত মানুষের শরীরের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পদার্থ।।। মানুষের শরীরে তিন ধরনের রক্ত কণিকা রয়েছে।।  ১.হিমগ্লোবিন ২. শ্বেত রক্ত কনিকা ৩. রক্ত জালিকা। 

১. হিমগ্লোবিন শরীরে অক্সিজেন সরবরাহ করে থাকে। আর এই হিমগ্লোবিন এর জন্যই রক্তের রঙ লাল হয়। 

২. শ্বেত রক্ত কনিকা শরীরে এন্টিবডি তৈরি করে যার জন্য বাইরের রোগ জীবানু শরীরকে সহজে আক্রমণ করতে পারে না।

৩.  রক্ত জালিকা শরীরের কোনো অংশ কেটে গেলে সেখানে ২-৩ মিনিটের মধ্যে রক্ত জমাট বাধতে সাহায্য করে। আমাদের শরীরে রক্ত রয়েছে সেগুলো আবার বিভিন্ন গ্রুপ এ ভাগ করা হয়েছে।।  গ্রুপ গুলো হলোঃ(A+), (A-),(B+),(B-),(Ab+),(Ab-), (O+), (O-).

রক্ত দানের উপকারিতাঃ

সাধারণত মানুষের শরীরের রক্ত কনিকা গুলো ১২০ দিন পরপর নষ্ট হয়ে যায়। তাই কোনো ব্যক্তি যদি রক্ত দান করে তাহলে তার এই রক্ত ১২০ দিনের মধ্যে পুনরায় আগের মতো হয়ে যায়। 

রক্ত দানের মাধ্যমে রক্ত দাতার শরীরের কোনো ক্ষতি হয় না।৷ বরং তার রক্ত দানের মাধ্যমে বেচে যেতে পারে একটি প্রান। 

যেহেতু আমাদের শরীরের রক্ত কনিকা গুলো ১২০ দিন পরপর নষ্ট হয়ে যায় তাই এগুলো কোনো মুমূর্ষু রোগীকে দান করে তার জীবন বাচানো সম্ভব হয়। 

একজন সুস্থ মানুষ রক্ত দান করলে তাঁর শরীরের হিমগ্লোবিন এর মাত্রা স্বাভাবিক থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।  

রক্ত দানের মাধ্যমে শরীরের  রোগ ব্যধি ও কম হয়। 

একজন ব্যক্তি রক্ত দানের পর পানি এবং গ্লুকোজ জাতীয় খাবার খেলে তার ৭০ %  পুরোন হয়ে যায়। 

সবশেষে একটি কথাই 

আপনার একব্যাগ রক্ত দানে, বাচাতে পারব একটি প্রান।